নানা ইস্যুতে আলোচনায় থাকা বাফুফে সংস্কারে, ক্রীড়া সংগঠকদের পাশাপাশি জোড়ালো অবস্থান নিয়েছেন দেশের ফুটবল ভক্তরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, নির্বাচনের আগেই সরে দাঁড়াতে পারেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।
বিসিবি‘র পর দেশের ক্রীড়াঙ্গনের দ্বিতীয় বড় ফেডারেশন ‘বাফুফে‘। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ অক্টোবর নির্বাচন। টানা চারবার সংস্থাটির সভাপতিত্ব করা কাজী সালাহউদ্দিন, এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত, থমকে থাকা দেশের ফুটবলকে আরও বিপদে ফেলবে বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা।
আগের নির্বাচনে ভোটার ছিলেন ১৩৯ জন। আর গত মৌসুমে নারী ফুটবল লিগ থেকে নতুন করে চারটি ক্লাবের পাশাপাশি, সবশেষ এজিএমে আরও দশজনকে যোগ করে, মোট কাউন্সিলর এখন ১৫১। সেপ্টেম্বরের শেষদিকে চূড়ান্ত হবে কাউন্সিলরদের সংখ্যা।
নির্বাচন করা যে কারোরই গণতান্ত্রিক অধিকার। তবে এই কৌশল কাজে লাগিয়ে, বাফুফে সভাপতি ভিন্ন ছক কষছেন বলে দাবি করছেন, দেশের সাবেক ফুটবলাররা।
শিগগিরই বাফুফের নির্বাহী কমিটির সভা হওয়ার কথা। যেখানে মূল এজেন্ডা থাকবে নির্বাচনের রোডম্যাপ।
হাসিব/ আল/ দীপ্ত সংবাদ