আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত তৃতীয় লিঙ্গের নেত্রী আনোয়ারা ইসলাম রানীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর-৩ আসনে রানীর প্রার্থীতার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল জনসমর্থন ও আলোচনায় এসেছিলেন।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর আনোয়ারা ইসলাম রানী বলেন, “রংপুরের অবহেলিত মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আমি কোনো বড় দল করি না, আমার দল হলো সাধারণ মেহনতি মানুষ। গতবার মানুষ আমাকে ভালোবেসেছিল, এবারও আমি বিজয়ী হয়ে তাদের সেবা করতে চাই। আমার মনোনয়নপত্র বৈধ হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই।“
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান, আনোয়ারা ইসলাম রানীর দাখিলকৃত হলফনামা এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ প্রয়োজনীয় সকল নথিপত্র সঠিক পাওয়ায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এই আসনে রানীর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, বিএনপি‘র সামসুজ্জামান সামু এবং জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। তবে তৃণমূল ভোটারদের একটি বড় অংশ বিশেষ করে নিম্নআয়ের মানুষের মধ্যে রানীর বেশ জনপ্রিয়তা রয়েছে।
উল্লেখ্য, একই দিন রংপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রীটা রহমানসহ আরও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।
মাসউদ/এসএ