সংসার জীবের সমাপ্তি করেছেন অনেক আগে রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে চলছিল মামলা। অবশেষে আইনিভাবে বিচ্ছেদ হল।
শুক্রবার(১১ এপ্রিল) তাদের বিবাহ বিচ্ছেদের আইনি সিলমোহর দিলেন আদালত।
রোশন ও শ্রাবন্তীর সাথে আইনি বিচ্ছেদের খবরের ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিশ্চত করেছেন রোশন সিং নিজেই।
রোশন সিং জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। গত ৮ এপ্রিল থেকে আমরা আইনিভাবে আলাদা। তবে প্রেম ও বিয়ের আগে তারা যেমন অপরিচিত ছিলেন, আইনি বিচ্ছেদের পর তারা তেমনই থাকবেন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই রোশান–শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তারা গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের কাছাকাছি এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষর। এর জন্য আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই বিচ্ছেদ নিয়ে মুখ বন্ধ রেখেছেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।
এদিকে রোশন সিং, শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরে বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। অনামিকা পেশায় একজন জিম প্রশিক্ষক।
২০১৯ সালের শুরুর দিকে রোশন–শ্রাবন্তীর প্রেম শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই পঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তাঁরা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সুখের সংসারে ভাঙন ধরে ২০২০–র সালের পূজার ঠিক আগে। যদিও শুরুতে কেউ কিছু বলেননি। পরে জানা যায়, শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং। তারপরই তাঁদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
ইএ