বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আসন্ন দ্বাদশ আসরের খেলোয়াড়দের নিলাম (প্লেয়ার্স ড্রাফট) তৃতীয় দফায় পেছানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নির্ধারিত আর্থিক শর্ত পূরণে ফ্র্যাঞ্চাইজিগুলোর সমস্যার কারণেই এই দফায় নিলাম পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চলতি মাসের ১৭ তারিখ প্রথমে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দফায় তা পিছিয়ে ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় আরও দুই দিন পিছিয়ে ২৩ নভেম্বর দিন ঠিক করা হয়েছিল। তবে বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুঠোফোনে পাঠানো এক বার্তায় বিসিবি নিশ্চিত করেছে, সেই তারিখেও আসন্ন বিপিএলের নিলাম হচ্ছে না।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য কঠোর আর্থিক নিয়ম বেঁধে দিয়েছে। বিসিবির দেয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজি ফি‘র দুই কোটির পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টির দশ কোটি টাকা জমা দিতে হবে। এই আর্থিক শর্ত পূরণের ক্ষেত্রেই ফ্র্যাঞ্চাইজিগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে। সঠিক সময়ে ব্যাংক গ্যারান্টি জমা দিতে না পারার কারণেই নিলাম আয়োজন বিলম্বিত হচ্ছে।
তবে নিলাম পেছানো হলেও টুর্নামেন্টের সূচি আপাতত অপরিবর্তিত রয়েছে। পাঁচ দলের আসন্ন এই টি–টোয়েন্টি টুর্নামেন্ট আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ১৬ জানুয়ারি।