হাসলে কৃষক— হাসবে দেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে দীপ্ত টিভিতে তৃতীয়বারের মতো আয়োজিত হলো এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২২। রবিবার সন্ধ্যায় দীপ্ত টিভি প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশ থেকে আসা মোট ১০ জন কৃষককে সম্মাননা প্রদান করা হয়।
সারাদেশের প্রায় ৬ হাজার কৃষকের মধ্য থেকে ১০টি ক্যাটেগরিতে ১০ জনকে বেছে নেয় জুরিবোর্ড। বিজয়ী কৃষকদের প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকার চেক দেয়া হয়।
নির্বাচিত কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। দীপ্ত টিভির এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানান তারা।
পদকপ্রাপ্ত এক কৃষক বলেন, অন্যের কাছে জমি চাইতে গেছি। কিন্তু কেউ আমাকে জমি দেয় নাই। বর্তমান প্রধানমন্ত্রীর ভাতার টাকা দিয়েই আমি জমি চাষ করি। শুধু গ্রাম নয়, পুরা মাগুরা জেলাতে আমি এক ইঞ্চি জমিও ফাঁকা রাখতে দি নাই কোনো কৃষককে।
অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কৃষকরা তাদের রক্ত, ঘামকে এই সোনালী ফসলে রুপান্তর করে। তাদের টাকা যারা বিদেশে পাচার করে, দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তাদের উচিত হবে আক্কাসের কাছে এসে শিক্ষা নেয়া।
দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করছে কৃষক। তাদের সম্মানিত করতে পেরে দীপ্ত পরিবার গর্বিত।
দীপ্ত কৃষি অ্যাওয়ার্ডের সাথে যুক্ত থাকতে পেরে সন্তুষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলোও।
আফ/দীপ্ত সংবাদ