তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮ হাজার ছুঁই ছুঁই করছে। মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশ দুটি। এ ঘটনায় নানাদিক থেকে মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ক্রীড়াঙ্গনের তারকাদেরও এ ধরনের নানা বিপর্যয়ে এগিয়ে আসতে দেখা যায়।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষরিত একটি জার্সি নিলামে তোলা হচ্ছে।
তুরস্কের খেলোয়াড় মেরি ডেমিরাল বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে কথা বলেছি। তিনি তুরস্কে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। আর তার স্বাক্ষরিত জার্সিটি নিলামে তোলার বিষয়ে সম্মতি দিয়েছেন। পরে সেটি নিলামে তোলা হয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে।’
নিলাম চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে সর্বোচ্চ দাম হাঁকানো ব্যক্তির কাছে জার্সিটি বিক্রি করা হবে। এদিকে আরও কয়েকজন খেলোয়াড়ের জার্সি নিলামে তোলার বিষয়ে কথা বলেছেন মেরি ডেমিরাল। এর মধ্যে রয়েছেন ইতালি ও য়্যুভেন্তাসের লিওনার্দো বোনুচ্চি। এ ছাড়া আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার জার্সি নিলামে তোলার বিষয়ে টুইট করেছেন মেরি।