তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দুই পক্ষের মধ্যে হামলা–পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যার পরে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাশেদা নামে এক মহিলা পারিবারিক দ্বন্দ্বে অসুস্থ হয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার আবুল হোসেন সেখানে রাশেদাকে দেখতে আসেন। কথাবার্তার এক পর্যায়ে রাশেদার ভাই হালিম আবুল হোসেনকে মারধর শুরু করেন।
এ ঘটনা জানতে পেরে, আবুল হোসেনের ছেলে মোতাহার সন্ধ্যার পরপর তার সাথে থাকা ১৫–২০ জন অজ্ঞাতনামা লোকজনকে নিয়ে মেডিকেলের ভিতরে হালিম ও তার বোন রাশেদার উপর পাল্টা হামলা চালায়।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮–১০ জন আহত হয় বলে নিশ্চিত করেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা জুয়েল রানা।
তিনি আরও বলেন, বিষয়টি আমাদের ব্যবস্থাপনা কমিটি কে জানানো হয়েছে। ঘটনা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঘটেছে, তাই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। এখনো এ বিষয়ে কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আফ/দীপ্ত সংবাদ