৩২
তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে টেনেসিতে মারা গেছেন ২৫ জন এবং ওরেগনে ১৬ জন।
এরপর ওই দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন রয়েছেন।
আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫৫
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর এনডব্লিউএস জানিয়েছে, বৈরি পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে। প্রতিকূল এই আবহাওয়ায় বন্ধ রয়েছে স্কুল, ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আট হাজারের মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে।
আল / দীপ্ত সংবাদ