তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারাদেশের জনজীবন। দেশের ৫৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ও তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এজন্য আবহাওয়া সতর্কবার্তা হিট অ্যালার্ট বহাল রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ মোট ২৭টি জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ আজ বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে নওগাঁয় হিটস্ট্রোকে আরো এক কৃষি শ্রমিক মারা গেছেন। তাপপ্রবাহের কারনে মানুষসহ গবাদিপশুর হাঁসফাঁস অবস্থা। পানি ও স্যালাইন খাওয়ার পাশাপাশি ছায়াযুক্ত স্থানে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আল/ দীপ্ত সংবাদ