একটানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ৩টা দিকে শুরু হয় বৃষ্টি। এর সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।
দীর্ঘদিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে জেলায়। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, দুপুর পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা বৃষ্টি শুরু হয়। স্থায়ী হয় আধা ঘন্টা।
গত ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়। প্রথমে মৃদু, মাঝারি, তীব্র ও পরে অতি তীব্র দাবদহ বয়ে যায় এ জেলায়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।
বৃষ্টির জন্য জেলার বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হয়। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে এ জেলায়।
এমি/দীপ্ত