তীব্র তাপপ্রবাহে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছে, ঠিক তখন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক নেতা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গরমের মধ্যেই সম্প্রতি দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়।
প্রখর রোদের তাপে মানুষ হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা ভুগছেন তীব্র পানি সংকটে। এমন সময় ওই বিধায়ক কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষের মুখেও।
বিমলেন্দু সিংহ রায় অবশ্য এসব বিতর্ক উড়িয়ে দিয়ে বলেছেন, যাদের সমালোচনা করাই অভ্যাস, তারা তা করবেন।
তার দাবি, আসন্ন ঈদ (ঈদুল ফিতর) উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি–কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে, তাই ভেবে কম্বলগুলোও দিয়েছিলাম।
সূত্র: আনন্দবাজার
এমি/দীপ্ত