গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটে নদী তীরবর্তী লোকালয়গুলোতে ফের বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ডুবে গেছে নিম্নাঞ্চল।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ আগস্ট) সকাল নয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.২২ মিটার যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে। একই সময়ে কাউনিয়াপয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪১ সেন্টমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরফলেব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলসহ নিন্মাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে ফসলের ক্ষেত এবং ঘরবাড়ি।ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এদিকে পানি নিয়ন্ত্রণে দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলো।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ