নিম্নাঞ্চল প্লাবিত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ মিটার ৩৫ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৬সেন্টিমিটার। যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন এর নিচু এলাকাসহ শংকরদহ,পশ্চিম ইচলী ছাড়াও বাগেরহাটের প্রায় দুই হাজার পরিবার পানি বন্দী হয়ে মানবতের জীবন যাপন করছেন।
এছাড়া, ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়া দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। হঠাৎ পানি বাড়ার ফলে গবাদি পশুর খাবার নিয়ে বিপাকে পড়েছেন তারা।
শায়লা/ দীপ্ত নিউজ