তুমুল বৃষ্টিমুখর ছুটির সকাল দেখল রাজধানীবাসী। এতে রাজধানীর অনেক সড়কই চলে গেছে পানির নিচে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুধু রাজধানীতে নয় দেশের সর্বত্রই হয়েছে।
বৃষ্টিতে ঢাকার কারওয়ান বাজার, মানিক মিয়া অ্যাভিনিউ, কল্যাণপুর, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, ধানমন্ডিসহ, পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ অনেক রাস্তায় পানি জমে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বৃষ্টির প্রবণতা আজ সারাদেশেই অব্যাহত থাকবে। বিশেষ করে দেশের উত্তর অঞ্চলসহ সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে বৃষ্টির প্রবণতা বেশি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে সিলেট ও চট্টগ্রামে ভূমিধস হতে পারে।
আবহাওয়াবিদ আরও জানান, শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে, তবে দেশের কোথাও কোথাও আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ৩০৯ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সন্দ্বীপে, ২১৯ মিলিমিটার।
এসএ/দীপ্ত সংবাদ