শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

এইচএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগে ফেনীর সোনাগাজীর এক ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে ভুক্তভোগী এক ছাত্রী বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেনউপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক রবিউল হাসান, সহযোগী মো. তুষার, মো. মুরাদ, মো. ফারুক।

বৃহস্পতিবার দুপরে উপজেলার ডাক বাংলা এলাকায় একটি দোকানের ভেতরে ও কাজীরহাট সংলগ্ন কালি বাড়ির সামনে সড়কে এঘটনা ঘটলেও শুক্রবার রাতে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয় ও ভূক্তভোগীদের পারিবারিক সূত্র জানায়, মারধর ও শ্লীলতাহানীর শিকার তিন ছাত্রী গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সোনাগাজী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার উপজেলার বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে বাংলা প্রথমপত্রের পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে তারা তিনজন এক সঙ্গে পায়ে হেঁটে ডাক বাংলা এলাকায় গিয়ে একটি দোকানে বসে নাস্তা খায়। এসময় তাদের পিছু নিয়ে ছাত্রলীগ নেতা রবিউল হাসান কয়েকজন সহযোগীকে নিয়ে ওই দোকানে গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বেঙ্গাত্বক অঙ্গ ভঙ্গি দিয়ে উত্ত্যক্ত ও নানা ধরনের কটুক্তিমূলক কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে ছাত্রলীগ নেতা রবিউল হাসান তাদের কাছে গিয়ে একজন ছাত্রীকে নামপরিচয় জিজ্ঞেস করে বলে তোকে ফেসবুকে ফ্রেন্ড রিকুইষ্ট পাঠাইছি দ্রুত এক্সেপ্ট করবি না হয় ভালো হবে না। ছাত্রীটি তার কথায় সাড়া না দিয়ে প্রতিবাদ করলে দোকানের ভেতরে তাকে চড়থাপ্পড় ও লাথি মেরে বোরকাহিজাবসহ হাত ধরে টানাটানি শুরু করে। এরপরও ছাত্রীরা কোন কথা না বলে সিএনজিতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে রবিউলসহ তার সহযোগীরা তাদের পিছু পিছু আরেকটি গাড়ি নিয়ে অনুসরণ করতে থাকে। পরে ছাত্রীরা উপজেলার কাজীরহাট সংলগ্ন কালি বাড়ির সামনে পৌঁছলে পুনরায় রবিউল তাদের গতিরোধ করে ওই ছাত্রীকে টেনে সিএনজি থেকে নামিয়ে আবারও মারধর করতে থাকে। এসময় অপর দুই ছাত্রী প্রতিবাদ করলে তাদের দুইজনকেও রবিউলসহ তার সহযোগীরা মারধর করে টেনেহেচড়ে বোরকা ও হিজাব খুলে শ্লীলতাহানি করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছাত্রলীগ নেতা রবিউলসহ তার সহযোগীরা পালিয়ে যায়।

মারধর ও শ্লীলতাহানির শিকার তিনছাত্রী বখাটে রবিউলসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তাঁদেরকে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসযাওয়ার করতে নিরাপত্তা দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম অনীক চৌধুরী বলেন, এ ধরনের কর্মকান্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না । ওই তিন পরীক্ষার্থী নির্বিঘ্নে কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নেবে। ছাত্রীদের কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম এ ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

জানতে চাইলে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল জানান, রবিউল উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে থানায় তিন ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়েরের বিষয়টি তিনি শুনে জেলা ছাত্রলীগের সভাপতিসম্পাদককে জানিয়েছেন। দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More