যুক্তরাজ্যে সবজি–কাঁচামালের সংকট এতটাই তীব্র যে, সুপারশপ গুলোতে ৩টির বেশি টমেটো বিক্রি করা হচ্ছেনা।এমনকি মরিসনস, টেসকো, আলদি, আসডাসহ বড় বড় চেইন সুপারমার্কেটগুলোতে নেই শাক–সবজিসহ বিভিন্ন ধরনের ফলমূল।উচ্চ মূল্যস্ফীতি এবং সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় জনগণ সুপারশপ থেকে দুটোর বেশি শসা কিংবা টমোটো কিনতে পারছে না।
কিছু সুপারশপে চলছে ফুড রেশনিং। কাঁচামালের অভাবে সুপারমার্কেটগুলো কিছু কিছু পণ্য নির্দিষ্ট পরিমাণের বাইরে বিক্রি করছে না। কাঁচামালের অভাবে ফাকা হয়ে গেছে শো–কেসের তাক। আর তাই বাধ্য হয়েই সুপারমার্কেটগুলোর পরিচালকদের ক্রেতাদের উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু সবজি ও ফল কেনার ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছে।
টেসকো এবং আলডি ঘোষণা করেছে, একজন ক্রেতা একবারে তিনটির বেশি টমেটো ও শসা কিনতে পারবেন না। আসডা কর্তৃপক্ষ বলেছে, তিনটির বেশি লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি কেনা যাবে না।
আর মরিসনস কর্তৃপক্ষ বলেছে, একজন ক্রেতা দুটির বেশি টমেটো, শসা, লেটুস কিনতে পারবেন না।
এছাড়া তাদের দাবি ইউরোপের বাজে আবহাওয়া এবং আফ্রিকা থেকে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় নেদারল্যান্ডসের চাষিরা গ্রিনহাউসে চাষাবাদ করতে হিমশিম খাচ্ছেন।
যূথী/দীপ্ত সংবাদ