বিপিএলে টানা দুই ম্যাচে হারলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহী‘র কাছে তাদের পরাজয় সাত উইকেটের ব্যবধানে। সাত উইকেট শিকার করে আসরে ইতিহাস গড়লেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
বিপিএলে প্রথম বোলার হিসেবে ইনিংসে সাত উইকেট শিকারের রেকর্ড গড়লেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। একাদশ আসরের পঞ্চম ম্যাচেই এমন ইতিহাস গড়লেন তাসকিন।
কিন্ত তার সতীর্থরা ছিলেন সবচেয়ে চাপে। জিসান তিন ওভার বোলিং করে দিয়েছেন দশরান। আরেক পেসার সাইফুল ইসলাম চার ওভার বোলিং করে দিয়েছেন ৪৫ রান। রায়ান বার্ল চার ওভারে দিয়েছেন ৩১ রান। ঢাকার ব্যাটারের কাছে তুলোধুনো হয়েছেন হাসান মুরাদরাও।
ঢাকা ক্যাপিটালসের ১৭৪ রানের ইনিংসে ছিলো একটি অর্ধশত রানের ইনিংস। লোকাল বয় শাহাদাত হোসেন খেলেন ৫০ রানের ইনিংস। সাথে স্টিফেন এস্কিনাজি ৪৬, থিসারা পেরেরার ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংসের পর শুভম রঞ্জনের ১৩ বলে ২৪ রানের আরেকটি মারকুটে ইনিংসে, বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় দুর্বার রাজশাহী।
বিশাল লক্ষ্যের বিপরীতে ৩১ রানে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি রাজশাহী‘র। তৃতীয় উইকেট ইয়াসির আলিকে নিয়ে ৪২ রানে জুটি দাঁড় করান এনামুল হক।
ব্যক্তিগত ২২ রানে ইয়াসির ফিরে যাওয়ার পর শুরু হয় এনামুল শো। চতুর্থ উইকেটে রায়ান বার্লকে সাথে নিয়ে স্কোর বোর্ডে যোগ করেন ১০৬ রান। ৯ চার আর তিন ছক্কায়, ৪৬ বলে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন এনামুল হক।
কম জাননি রায়ান বার্লও। ৩৩ বলে খেলেন ৫৫ রানে অপরাজিত ইনিংস। তাতে ১১ বল হাতে রেখে দারুণ জয় তুলে নেয় দুর্বার রাজশাহী।
মোহাম্মদ হাসিব/ এজে/দীপ্ত নিউজ