রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

আগামী ২৯ জানুয়ারি বগুড়া যাচ্ছেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রায় দুই দশক পর আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজ পৈতৃক জেলা বগুড়া জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্চেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় দুই দশক পর আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজ পৈতৃক জেলা বগুড়া জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে জনসভার প্রস্তাবিত স্থল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতারা।

বগুড়া জেলা বিএনপি সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ জানান, বগুড়া জেলার মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে পুরো জেলা এখন উৎসবমুখর।

তিনি বলেন, আমরা মাঠের প্রস্তুতি সম্পন্ন করছি। জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সব ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহী জেলায় একটি নির্বাচনী জনসভা শেষ করবেন। এরপর সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে ২৯ জানুয়ারি বগুড়া পৌঁছাবেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া(সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More