বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

তার জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দেশজুড়ে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। প্রতি বছরের মতো এবারও কোনো আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা বা উৎসব আয়োজন করা হয়নি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ২২ বছর বয়সে, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। এর আগে থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের (বেগম খালেদা জিয়া) পাশাপাশি দেশব্যাপী প্রচারণায় অংশ নেন। পরে ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More