নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টাঙ্গাইল সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে গাড়িযোগে টাঙ্গাইলের দরুন বাইপাস এলাকায় পৌছাবেন তিনি। সেখানে নির্বাচনী প্রচারণা হিসেবে সমাবেশে বক্তব্য দিবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে যমুনা সেতুপূর্ব গোলচত্ত্বর থেকেই সমাবেশস্থল পর্যন্ত মহাসড়কের দু‘পাশে দাড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানাবেন নেতা–কর্মীরা।
এদিকে টাঙ্গাইলে তারেক রহমানের আগমণ উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দরুন চরজানা বাইপাসসহ গুরুত্বপূর্ণ সড়ক, সভাস্থল ও আশপাশের এলাকায় সাজসজ্জা সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুমন খান