বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
রবিবার (৫ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক শুনানি করেন। অন্যদিকে, তারেক রহমানের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ একাধিক আইনজীবী।
এর আগে, গত বছরের ২৩ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলা বাতিল করে রায় দেন। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে আপিল বিভাগ আজ তা খারিজ করে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তি তারেক রহমানের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করেন। তবে মামলাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন জানানো হয়, যার ভিত্তিতে হাইকোর্ট মামলা বাতিলের রায় দেন।