শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা সফরের কর্মসূচি নির্ধারিত ছিল। এই সফরের অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত এবং ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারতের কথা ছিল। এছাড়া কিছু পারিবারিক দায়িত্ব পালনের বিষয়ও এই সফরের অন্তর্ভুক্ত ছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন কমিশনের অনুরোধ বিবেচনায় নিয়ে জাতীয় স্থায়ী কমিটি এই সফর স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য একটি বিশেষ মহল নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। দেশের নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ধারাবাহিকভাবে রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে।

সম্প্রতি ওসমান হাদি ও স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে গুলি করে হত্যা ঘটনা উল্লেখ করে তিনি, এই ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অংশ বলে মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও জানান, বিএনপি গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বিশ্বাসী। কোনো মহলের চক্রান্তে যেন সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় এবং নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়, সেই দায়িত্ববোধ থেকেই এই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়া এই সফরের পরবর্তী সময়সূচি দলের পক্ষ থেকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More