বিজ্ঞাপন
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করে আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অপরদিকে, আসামিপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ আরও অনেকে।

এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ মামলাটির বিচারকে ‘অবৈধ’ ঘোষণা করে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। রায়ে বলা হয়, এ মামলার চার্জশিট আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না, ফলে বিচারও টেকসই হয়নি।

রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করে। এর পরিপ্রেক্ষিতেই আপিল বিভাগ শুনানির তারিখ নির্ধারণ করল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সেনা ও গোয়েন্দা বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তা ও হানিফ পরিবহনের মালিকসহ মোট ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More