বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ফাইনালের আগে ফাইনালে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল! চলতি আসরে বরিশাল হয়ে খেলছেন বাঁ–হাতি ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে রংপুরের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভক্ত সমর্থকরাও মুখিয়ে আছেন দেশের এই দুই তারকার দ্বৈরথ দেখতে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে–ই–বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
প্রথম এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে জয় পাওয়া বরিশাল একাদশে আজ পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া রংপুর প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচে একজন দেশি পেসার কমিয়ে খেলাতে পারে অতিরিক্ত আরও একজন ব্যাটারকে। সেক্ষেত্রে ফজলে মাহমুদ রাব্বির খেলার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: রংপুর–বরিশাল ছাপিয়ে যেখানে সাকিব–তামিম লড়াই
রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ:
সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম হোসেন, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জিমি নিশাম ও মোহাম্মদ নবী।
ফরচুন বরিশাল সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
এজে/দীপ্ত নিউজ