অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এ কথা জানান তিনি।
নানা নাটকীয়তার পর শেষমেশ জাতীয় দলে না ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক। শুক্রবার রাতে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন দেশসেরা এই ওপেনার।
বাঁহাতি এই ওপেনারের অবসর ঘোষণার পর চুপ থাকতে পারেননি জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তামিমকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন তারা।
পোস্টে মুশফিক লিখেছেন, দেশের ক্রিকেটের জন্য তুমি যা অর্জন করেছো, তার জন্য আমি কতটা গর্বিত। বন্ধু, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত এবং একজন বিশ্বমানের ব্যাটার।
২০১৮ সালে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের ফ্রাকশ্চার নিয়ে খেলতে নেমে কোটি ভক্তের হৃদয় জিতেছিলেন তামিম। সেই বীরত্বের স্মৃতিচারণ করে মুশফিক আরো লিখেছেন, সব সময় দুবাইয়ে আমাদের জুটির কথা মনে রাখব। বিশেষ করে যখন তুমি একটি ভাঙা আঙুল দিয়ে ব্যাট করেছিলে। এটি দেশের প্রতি তোমার উৎসর্গ এবং খেলার প্রতি আবেগকে প্রকাশ করে।
এদিকে মাহমুদউল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার বিস্ময়কর অর্জনের জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছ এবং বাংলাদেশ দলের জন্য অনেক অবদান রেখেছ। আমার মনে হয় এটাই ছিলো শেষবারের মতো আমদের বাংলাদেশ দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করা।
২০২৩ সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তামিম। অধিনায়ক থাকাকালে তার এই সিদ্ধান্তে তুমুল আলোড়ন তৈরি হয়। সাকিব আল হাসানের সঙ্গে তার দূরত্বের খবর ঘটনা অন্য দিকে মোড় নিয়ে নেয়। তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত নিউজ