সম্প্রতি ক্রিকেটপাড়ার সবচেয়ে আলোচিত বিষয় সাকিব -তামিম সম্পর্ক। নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ওঠাপড়ার বিষয় নিয়ে কখনোই গণমাধ্যমের সামনে মুখ খোলেননি কেউ।
এদিকে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ্ব গত এক সপ্তাহ ধরে টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে। তবে নিজেদের সম্পর্কের বৈরিতা যে খেলার মাঠে কোনোভাবেই প্রভাব ফেলছে না সেটার প্রমাণ আবারও দিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে পরিচিত এই দুই মুখ।
চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার (৬ মার্চ) মুখোমুখি হবে টাইগাররা। তার আগে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে সাকিব-তামিমরা। তবে অনুশীলনের সময় হঠাৎ দেখা যায়, ‘সাকিব! এই সাকিব!’ বলে চিৎকার করছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
পিচের পাশে দাঁড়িয়ে জহুর আহমেদের উইকেট বোঝার চেষ্টা করছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক তামিম ইকবাল। সেই আলোচনায় সাকিবকেও অংশ নেয়ার জন্যই এভাবে ডাকছিলেন তামিম।
সে সময় মাঠে উপস্থিত থাকা অন্যরা তামিমের ডাক শুনতে পেয়ে বার্তাটা সাকিবের কাছে পৌঁছে দিলেন। একজন বললেন, ‘সাকিব ভাই, আপনাকে ডাকে তামিম ভাই।’ সেটি শুনতে পেয়ে ফুটবল রেখে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা তামিমের দিকে হাঁটা দেন সাকিব।
কয়েক মুহূর্ত পর মাঝ উইকেটে হাথুরুসিংহে, তামিম ও সাকিব জড়ো হলেন।
আল/দীপ্ত