সারাদেশে উপর দিয়ে বয়ে যাওয়া চলমান মৃদু ও মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।
শনিবার (১০ মে) ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৮–৩৯.৯ ডিগ্রি হলে সেটাকে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০ থেকে ৪২ ডিগ্রি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
শুক্রবার (৯ মে) দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। অন্যদিকে ঢাকায় ও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৯.২।
এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
আল