জ্যৈষ্ঠের শেষের দিকে আগুনমুখর তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও যেন স্বস্তির দেখা মিলছেনা। প্রচন্ড তাপদাহে গত কয়েক দিন থেকে মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁসফাঁস করতে শুরু করেছে।
সোমবার (৫ জুন) দুপুর ১টায় রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামি ১০ জুন পর্যন্ত এরকম তাপমাত্রা বিরাজ করবে।
সোমবার দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১টায় বাতাসের আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ। রবিবার (০৪ জুন) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস। এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ এপ্রিল রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস।
তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ হিসেবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়াসহ গাছপালা কমে যাওয়া, নগরায়ণ বৃদ্ধি পাওয়া, যানবাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি, নদীর পানি শুকিয়ে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
ইউ.আদনান/এমি/দীপ্ত নিউজ