জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক ***। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব… কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।”
শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ে চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক লংমার্চের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে গেলে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম অভিযোগ করেন, পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রামে টানা তিন দিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট ঘটানো হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেন, “এর পর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না, এটা আমার নিজের কমিটমেন্ট।”
তিনি আরও বলেন, “খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার–বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই।” তার এই উত্তেজক বক্তব্যে পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
চাঁদাবাজিসহ সব অপকর্মের বিরুদ্ধে সারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত গতকাল শনিবার লংমার্চ হয়। সেই লংমার্চের সমাপ্তি বক্তব্য দেন রাত সাড়ে নয়টার দিকে। পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এই আয়োজনে বক্তব্য দেওয়ার সময় সারজিস আলম এসব কথা বলেন।