এখন থেকে ফিফার অনুদানের অপেক্ষায় বসে থাকবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)। সোমবার (২০ জানুয়ারি) বিকালে ডেভেলপমেন্ট কমিটির প্রথম সভা শেষে এমনটা জানিয়েছেন চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদী।
এলিট একাডেমিকে আরেও শক্তিশালী করার জন্য দেশের সর্বস্তরের সরকারি সোর্সগুলোকে মান উপযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয় ডেভেলপমেন্ট কমিটির সভায়।
এ বছর বয়সভিত্তিক তিনটি বড় টুর্নামেন্ট রয়েছে, যার মধ্য সাফের খেলা রয়েছে দুটি। তাই খেলোয়াড় বাছাই এবং তাদেরকে বিশেষ প্রশিক্ষণের জন্য এলিট একাডেমির মাধ্যমে আলাদা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয় সভায়। সেই সঙ্গে এলিট একাডেমির কোচ হিসেবে গোলাম রব্বানী ছোটনের নিয়োগ বিষয়টিও চূড়ান্ত করা হয়।