মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে তরুণরাই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিকালে ঢাকার সাভারে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবার ১০ সংগঠন ও দুই ব্যক্তিকে দেয়া হয়েছে এ পুরস্কার।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য এবছর সারাদেশ থেকে আবেদন জমা পড়ে ৬০০’র বেশি। সেখান থেকে বাছাই করা হয় মানবিক কাজ ও সমাজে অবদান রাখা সেরা ১০ সংগঠন ও দুই ব্যক্তিকে। শনিবার সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এসময় তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমান বিশ্বে যে সংকট, তা বাংলাদেশের তরুণরা সমাধান করে দেশকে এগিয়ে নেবে। সজীব ওয়াজেদ জয় জানান, আত্মবিশ্বাস ও দেশপ্রেম থাকলে দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার নিয়মিত কার্যক্রমের অংশ। সিআরআই’র চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।