সরকার পতন ও বাংলাদেশ পুলিশ কর্মবিরতিতে যাওয়ার পর এখন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) সরকার পতনের পর থেকেই দেশের প্রায় প্রতিটি সড়কে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এছাড়াও সড়কের পরিচ্ছন্নতারসহ বাজার মনিটরিং, সংখ্যা লগুদের বাড়ি ও উপাসনালয় পাহারা দেয়ার কাজও করছেন শিক্ষার্থীরা। মহল্লা ভিক্তিক কমিটি গঠনের মাধ্যমে ডাকাতের হাত থেকে সাধারণ মানুষের জান–মালের পাহারার দিতে দেখা যায় তাদের।
ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা স্টেট ইউনিভারসিটির শিক্ষার্থী তাকি জানান, যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদের দায়িত্বে না ফের ততক্ষণ আমরা এই র্কাযক্রম চালিয়ে যাব। ট্রাফিক পুলিশ না এলে আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে তারা রাতে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, অনেকে ট্রাফিক রুলস সম্পর্কে জানেন না। তাদের এই বিষয়ে অবগত করা হচ্ছে। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই তরুণ সমাজ চাইলেই দেশকে পরিবর্তন করতে পারে। সামনে দেশ পরিচালনার দায়িত্ব আমরাই নিব।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ মানুষকে রাস্তা পারাপারে সহায়তা করতেও দেখা যায়। শিক্ষার্থীদের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।
শিক্ষার্থীদের এই ভূমিকায় সাধারণ মানুষও প্রশংসা করছেন। পথচারীরা তাদের বাহবা দিচ্ছেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে শিক্ষার্থীদের পানি ও খাবার দিয়ে সহযোগিতা করতেও দেখা যায়।
সুপ্তি/ দীপ্ত সংবাদ