প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও, নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। তথ্য–উপাত্ত দেখলে কিন্তু বোঝা যায় অপরাধ কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘ছুটির দিনেও বসে নেই। ১২–১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর লোকগুলো। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।’
বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ শুরু করতে হয়েছে উল্লেখ করে নাসিমুল গনি আরও বলেন, ‘আইন–শৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হবার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে ছিঁচকে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
দেশি–বিদেশি গণমাধ্যমে খুন–ধর্ষণের পরিসংখ্যান এসেছে– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন, আমি কোনোটা অস্বীকার করছি না। আগে কী ছিল, এখন কী হচ্ছে, সেটা বলছি। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীতে আমরা যাদেরকে নিয়ে এসেছি, তারা কোনোদিন ঢাকা শহর দেখেনি। তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। ধীরে ধীরে তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রতিদিনই উন্নতি হচ্ছে। নতুন সমস্যা আসছে, আমরা নতুন কৌশল ব্যবহার করছি।
মবের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এতে অন্যরা উৎসাহিত হচ্ছে কি না– এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, যেসব জায়গায় এ ঘটনাগুলো হচ্ছে, সেখানে যদি তথ্য–প্রমাণ থাকে, যেসব জায়গায় এগুলো নিয়ে সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, সেগুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাড্রেস করেন।
এসএ