লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমানের (বাচ্চু) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারায়নপুরের মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। এ ঘটনার প্রতিবাদে রবিবার রাত সাড়ে ১১টার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রামগঞ্জ থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকালে জেলা ছাত্রলীগের সহ–সভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইছাপুর ইউপির নারায়ানপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। সে হাসিনার পতনের পর থেকে পলাতক ছিল। সন্ধ্যার পর মেহেদী হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায়। এ খবর শুনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুরসহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে তিনি হাতে আঘাত প্রাপ্ত হয়ে আহত হন।
পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এঘটনার জের ধরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে অভিযুক্ত সাগর হোসেনের সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে।’ সূত্র: বাসস