ভাইরাল হতে চাওয়া কিছু তারকার পাশাপাশি কথিত সাংবাদিকদের দিকে আঙুল তুলেছেন একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ।
কয়েক মাস আগে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে দেওয়া এক বক্তব্যে “রুচির দুর্ভিক্ষ” উপমাটির অবতারণা করেছিলেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তার সেই উপমা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় তোলে। নতুন করে সেই উপমা ব্যবহার করলেন অনেকটাই আড়ালে চলে যাওয়া নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ।
রবিবার (১৬ জুলাই) বাপ্পা বলেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোনও ব্যাপার না, হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা, বিদ্যা, বুদ্ধির দরকার নেই, কোনও দায়বদ্ধতাও নেই। ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো।’
অভিনেতা সাংবাদিকদের সমালোচনা করেই ক্ষান্ত হননি। তিনি বলেন, ‘সেলিব্রেটি হওয়া আরও সহজ, ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো। তারপর মনে যা চায় আবোল–তাবোল বকবেন। তাতেই ভাইরাল, আপনি হিট, বিশাল সেলিব্রেটি। যেমন প্রশ্ন কারীর বাহারি প্রশ্ন, তেমনি উত্তরদাতার বাহারি উত্তর। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’
বাপ্পারাজ হঠাৎ কেন সাংবাদিক ও তারকাদের নিয়ে এমন কড়া ভাষায় কথা বললেন, তা এখনো অস্পষ্ট। অনেকেই মনে করছেন, সদ্য সমাপ্ত ঈদে মুক্তি পাওয়া দুই ছবির প্রচারণা ও তারকাদের নানান মন্তব্যকে ঘিরেই বাপ্পারাজ এই প্রতিক্রিয়া জানালেন।
তবে তার এমন মন্তব্যকে ঘিরে ফেসবুকে সমর্থনের পাল্লাটাই ভারী। বেশিরভাগই মনে করছেন, বাপ্পারাজ যথার্থ বলেছেন। যদিও এসব প্রতিক্রিয়ায় পাল্টা কোনও মন্তব্য করেননি বাপ্পা। বর্তমানে তাকে পর্দায় খুব একটা দেখা যায় না, তবে ইন্ডাস্ট্রির ত্রুটি নিয়ে মাঝে মাঝে কথা বলেন তিনি। অকপটে নিজের মন্তব্য জানিয়ে থাকেন এ নায়ক।
এসএ/দীপ্ত নিউজ