তত্ত্বাবধায়ক, নিরপেক্ষ, নির্দলীয় সরকার থাকলে আওয়ামী লীগের ভাত নেই, তারা ত্রিশটি আসনও পেত না – মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবীদল ও জাসাস আয়োজনে নোয়াখালীতে অনুষ্ঠিত পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ।
শুক্রবার (১৪ জুলাই) নোয়াখালীতে অনুষ্ঠিত পদযাত্রায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব।
আওয়ামী লীগকে হুশিয়ারি দিয়ে ফখরুল বলেন, মানুষ জেগে উঠেছে। এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি। আমি পরিষ্কার ভাবে বলেছি পদত্যাগ করেন, সংসদ ভেঙ্গে দেন। যদি ভালোই ভালোই শুনে পদত্যাগ করেন তাহলে তো ভালো। তা না হলে ফয়সালা হবে রাজপথে।
দুর্নীতির প্রসঙ্গে মহাসচিব বলেন, আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনীতিকে ধ্বংস করে লুটের রাজত্বে পরিণত করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তিনি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আট বছর কারাগারে রাখা হয়েছে। তিনি গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। রাষ্ট্র মেরামতের জন্য আমরা ৩১ দফা দিয়েছি।
পদযাত্রায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।
বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল, তাঁতীদল ও জাসাসের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। এ পদযাত্রায় বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মী অংশ গ্রহণ করে।
নাসিম/এসএ/দীপ্ত নিউজ