ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম কর্তৃক “Workshop on Microsoft PowerPoint and Microsoft Excel” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন এবং এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস সায়রা বানু‘র সঞ্চালনায় এবং তত্ত্বাবধানে উক্ত কর্মশালায় মাইক্রোসফট এক্সেল–এর বক্তা হিসেবে জনাব মোঃ সাজাদ হোসেন, টোটাল রিওয়ার্ড ম্যানেজার এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট–এর বক্তা হিসেবে তানজিম হোসেন চৌধুরী, সাবেক এইচআর এক্সিকিউটিভ, এসিআই লিমিটেড উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ইয়ুথ ক্যাডেট ফোরামের অভিষেক
ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন বক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিভাগে এরূপ জ্ঞাননির্ভর কর্মশালার কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্ট এক্সেল–এর বেসিক এবং অ্যাডভান্স লেভেলের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্ট এক্সেল বিভিন্ন সেক্টরে যোগাযোগ, ডেটা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকারিতাকে সহজতর করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাও কর্মশালায় তুলে ধরা হয়।
এসএ/দীপ্ত নিউজ