ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর ‘স্বাধীনতা ভোজে’র পরে এ কার্যক্রম শুরু হবে বলে জানান গণবিয়ের আয়োজনকারী জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আল আমিন সরকার।
এদিকে গণবিয়েকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্র–পাত্রী সন্ধানের হিড়িক পড়ে গেছে। এক্ষেত্রে পাত্রী যেকোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও পাত্রকে অবশ্যই জহুরুল হক হলের শিক্ষার্থী হতে হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ–২ গ্রুপে দেয়া এক পোস্টে এমন কথা জানানো হয়।
গণবিয়েতে বর–কনেকে কোনো খরচ বহন করতে হবে না বলে জানানো হয়।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি সাপেক্ষে ২০ সেপ্টেম্বর স্বাধীনতা ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়।
গণবিবাহ অনুষ্ঠান আয়োজন সম্পর্কে ঢাবির এক শিক্ষার্থী বলেন, গণবিবাহের আয়োজন করছেন; এটা প্রসংশনীয় উদ্যোগ৷ বিয়ের প্রোগ্রামটা যেন দুই পরিবার সম্মতিতেই হয়। সেই সঙ্গে ছেলে–মেয়ে দুই পক্ষেরই বাবা–মা বা অভিভাবক যেন উপস্থিত থাকে সেটা নিশ্চিত করবেন বলে আশা করছি। বিয়ে সবার জন্য মঙ্গল বয়ে আনুক।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী জহির রায়হান বলেন, জুলাই বিপ্লবের পরে জহুরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাস রচিত করবে। ক্যাম্পাসে যারা রিলেশনশিপে আছেন এবং বিয়ে করতে চাচ্ছেন তারা এই মহাযজ্ঞে শামিল হয়ে ইতিহাসের অংশ হতে পারেন। আর এদিন আমাদের হলের গরু ভোজ তখন আমরা বউভাত হিসেবে বিবেচনা করব।