বিজ্ঞাপন
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
শুক্রবার, জুলাই ১১, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকাসিলেট মহাসড়কে ভয়াবহ রূপ নিয়েছে যানজট। টানা বৃষ্টিতে সড়কে বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্ট হয়ে মহাসড়কে প্রায় ২০ কি. মি. জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে শাহবাজপুর এলাকা পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে আজ সকালে এই যানজট ভয়াবহতায় রূপ নেয়। সকাল থেকে শুধু ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়ছি। সিলেট লাইন বন্ধ হয়ে আছে। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

মামুন পরিবহন বাসচালক মো. লিয়াকত বলেন, ‘রাস্তার ভাঙার কারণেই এই যানজট। আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড়ে এত ভাঙা যে, গাড়ি উল্টে যেতে পারে। আমি রাত ২টায় শাহবাজপুর এসেছিলাম, ৮ ঘণ্টায় মাত্র ৫ কিলোমিটার এসেছি। আমরা চাই, রাস্তার কাজ দ্রুত শুরু হোক, না হলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।’

ভুক্তভোগী যাত্রী মিরা বেগম বলেন, ‘পুরুষেরা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা মহিলা যাত্রীরা গাড়ির ভেতরেই বসে আছি। রাত থেকে জ্যামে আটকে আছি, খুব কষ্ট হচ্ছে। কেউ দেখার নেই কি?’

প্রসঙ্গত, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। ৫ আগস্টের পর প্রায় ৩ মাস বন্ধ ছিল কাজ। পরে তা শুরু হলেও চলছে ধীরগতি। এ কারণে সড়কে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, লেগে থাকে যানজট।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More