ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহিদ আরও ছয়টি মরদেহে সন্ধান পাওয়া গেছে।
জুলাই গণ–অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
মর্গে থাকা মরদেহগুলোর মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।
বিশেষ সেলের সেক্রেটারি হাসান ইনাম বলেন, ‘রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা জানতে পারি, ঢামেক হাসপাতালে গণ–অভ্যুত্থানে শহিদ ছয় জনের বেওয়ারিশ মরদেহ রয়েছে। শুক্রবার সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন।’
তিনি বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচ জনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে ‘আঘাত জনিত কারণে মৃত্যু’। একজনের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে। মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শাহবাগ পুলিশ আমাদের জানিয়েছে যে এই মরদেহগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। তাই আমরা বিশ্বাস করি যে, তারা জুলাইয়ের গণ–অভ্যুত্থানের শহিদ। তবে মরদেহগুলো কবে এখানে আনা হয়েছে পুলিশ তা স্পষ্ট করেনি।’
কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ–অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।