এসএসসি পরীক্ষায় এবার ঢাকা বোর্ডে পাসের হার শতকরা ৯০ দশমিক ৩। যা গতবার ছিল ৯৩ দশমিক এক পাঁচ। এবার জিপিএ-ফাইভ পেয়েছে ৬৪ হাজার ৯৮৪ জন। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৩ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ৬৪ হাজার ৯৮৪ জন।
অনলাইন ও এসএমএসে ফলাফল জানার সুযোগ থাকায় বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চিত্র ছিল ভিন্ন। শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাসে শামিল হন শিক্ষক ও অভিভাবকরা।
করোনা মহামারী ও বন্যার কারণে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে সাত মাস পর এবার অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। শেষ হয় পহেলা অক্টোবর । পরীক্ষার ৬০ দিনের মধ্যে প্রকাশ পেলো ফল।