আড্ডা ও স্মৃতিচারণ, সঙ্গে গরম পেঁয়াজু, জিলাপি আর চা–কফি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯০–৯১ ব্যাচের উদ্যোগে শুক্রবার (৩ মার্চ) হয়ে গেল পঞ্চাশোর্ধ্বদের মিলনমেলা। পুরনো বন্ধুদের পেয়ে তারা যেন ফিরে গেছেন তারুণ্যে।
অনুষ্ঠানের নাম দেয়া হয়েছিল ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডে‘। কেউ সেখানে অতিথি হয়ে যাননি, সবাই শ্রোতা, সবাই দর্শক। আয়োজনে ছিল সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজের। ক্ষণে ক্ষণে চলছিল নিজেদের আনন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করা।
মিলনমেলায় অংশ নেন ১৯৯০–৯১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ব্যারিস্টার তানজিব–উল আলম, অধ্যাপক গোলাম রব্বানী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহ. ফয়সাল আহসানউল্লাহ, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, টিভি উপস্থাপক আনজাম মাসুদ, যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী নারায়ণ সাহা মনি, ইউএনডিপি বাংলাদেশের কর্মকর্তা সরদার এম আসাদুজ্জামান, দীপ্ত টেলিভিশনের হেড অব নিউজ এসএম আকাশ, অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যবসায়ী ও শিল্পী মোহাম্মদ আরিফুল ইসলাম, বোরহানউদ্দীন ইউসুফ, অধ্যাপক মাহমুদুর রহমান, এনসিটিবির সম্পাদক উর্মিলা খালেদ, জিটিসিএলের ব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ।
আফ/দীপ্ত সংবাদ