ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ষষ্ঠবারের মত হতে যাচ্ছে বসন্ত উৎসব। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পর্দা উঠবে এই উৎসবের।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠকরা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রচার সম্পাদক প্রকৃতি শ্যামলিমা।
তিনি বলেন, এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এ আয়োজনের লক্ষ্য।
প্রকৃতি বলেন, উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে লোকজ মেলা, ফানুস উৎসব এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়া গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পুঁথিপাঠ, কীর্তনসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির আয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী উৎসবে দুপুরের পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার গ্রুপের এমডি ও সিইও মাহবুবুর রহমান। এতে সভা প্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর রাশেদা রওনক খান।
আলোচনা সভা শেষে উৎসবে থাকবে সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জনপ্রিয় ব্যান্ড বায়োস্কোপ, সংগীত শিল্পী কৃষ্ণকলি ও তার দলের পরিবেশনা।
সংবাদ সম্মেলনে উৎসব প্রসঙ্গে সংগঠনটির সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করতে তৎপর। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে একীভূত করতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি বলেন, বাংলা সংস্কৃতিকে অন্তরে ধারণ করে আমরা বরণ করে নিচ্ছি ঋতুরাজ বসন্তকে। বাংলা সংস্কৃতির শেকড়কে তরুণ প্রজন্মের ভেতরে গেঁথে দেওয়ার আকাঙ্ক্ষা আমাদের।