ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেই ভেলকি দেখালেন মাশরাফি বিন মর্তুজা।
সাবেক এই টাইগার অধিনায়ক শুধু খেলতেই নামেননি, বল হাতে একাই তুলে নিলেন পাঁচ উইকেট। তার বোলিংয়ে রীতিমতো ধসে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার।
চলমান ডিপিএলের শুরু থেকে ছিলেন না মাশরাফি। তবে চতুর্থ রাউন্ডে এসে নেতৃত্বশূন্যতার কারণে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো মাঠে নামলেন তিনি। বাইশগজে ফিরেই যেন পুরনো সেই ম্যাশ।
টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাট করতে পাঠান মাশরাফি। মাশরাফি নিজেকে বোলিংয়ে আনেন ৫ নম্বর বোলার হিসেবে।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। প্রীতম কুমারকে নিজের বলে তালুবন্দী করে সাজঘরে ফেরান মাশরাফি। এরপর একে একে শিকার করেন সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজ রাব্বিকে। পেয়ে যান ফাইফার। সবমিলিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ১৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।
মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ। এখনও এই বয়সে বল হাতে কতটা বিধ্বংসী টাইগারদের সাবেক অধিনায়ক, তা আবারও প্রমাণ করলেন।
লিজেন্ডস অব রূপগঞ্জের মূল অধিনায়ক মাশরাফিই। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলা সাবেক এই অধিনায়ক রাজনীতির ময়দানেও তুমুল ব্যস্ত সময় পার করছেন।
এসএ/দীপ্ত সংবাদ