তরুণদের বৈশ্বিক প্রযুক্তি ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা দিতে ঢাকায় ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক একটি কমিউনিটি–নির্ভর প্রযুক্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার ধানমন্ডির একটি ক্যাফেতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন—কীভাবে ঢাকায় পড়াশোনা ও কাজ শুরু করে দক্ষতা গড়ে তুলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া যায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য খোলামেলা প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। এতে তরুণরা ক্যারিয়ার পরিকল্পনা, স্কিল ডেভেলপমেন্ট, বিদেশে পড়াশোনা ও চাকরির সুযোগ নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।
আলোচনায় বক্তারা জানান, শুধু ভালো ফল নয়—নিয়মিত শেখা, প্র্যাকটিস, নেটওয়ার্কিং ও মেন্টরশিপ আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই আয়োজনে একাধিক কমিউনিটি পার্টনার যুক্ত ছিল। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যুব শাখা এনএইচএফ ইয়ুথ হেলথ পার্টনার হিসেবে ছিল। অনুষ্ঠানে ডা. ইফতেখার আলী খান্ডাকার স্বাস্থ্য সচেতনতার বিষয়টিও তুলে ধরেন।
অ্যাড্রয়েট এডুকেশন ছিল এডুকেশন পার্টনার। প্রতিষ্ঠানটির প্রতিনিধি শাহরিয়ার জাহান জানান, তারা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে মেন্টরশিপ দিয়ে থাকেন।
মিডিয়া পার্টনার ছিল– দ্য বিজনেস ডেইলি।
ইভেন্টটির সমন্বয় ও ব্যবস্থাপনায় সহায়তা করেন তৌসিফ আহমেদ সিদ্দিকী, যিনি ইভেন্ট পরিচালনা ও অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগে ভূমিকা রাখেন।
আয়োজকেরা জানান, এই আয়োজনের মাধ্যমে তরুণদের সঙ্গে অভিজ্ঞ পেশাজীবীদের সংযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও এমন আয়োজনের মাধ্যমে তরুণদের জন্য শেখা ও সুযোগ তৈরির চেষ্টা চলবে।