ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এতে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
জানা যায়, যানজট নিরসনে ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে মহাসড়কের এলেঙ্গায় গিয়ে মিলিত হচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো দুই লেনের সড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়কে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমনটা চাপ পড়েনি।
চালকরা জানান, ঈদের যানবাহনের চাপে আরো বাড়তে পারে এই মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৬৪ কিলোমিটার সড়কে অনায়াশে জেতে পারলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার পযন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে যানজটের হবার সম্ভাবনা রয়েছে। এদিকে মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন জেলা পুলিশ।
এফএম/দীপ্ত সংবাদ