ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুন) বিকেল চারটায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন তিনি।
পরে ওই ভবনে আয়োজিত সমাবেশে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার আদায়ে সক্রিয় সংগঠন। আওয়ামী লীগ সুপরিকল্পিত উন্নয়ন করে। জিয়াউর রহমান কারফিউ গণতন্ত্র দিয়েছে। বিএনপি নেতারা নিজেরাই ভোট চোর অথচ সবাইকে চোর মনে করে।
তেল, গ্যাস, কয়লার দাম বেড়ে গেছে। এই গরমে অনেকের লোডশেডিংয়ে কষ্ট হচ্ছে। সুখবর হচ্ছে কাতার ওমানের সাথে চুক্তি হয়েছে।
বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই এতবড় বাজেট দিয়েছি। জ্ঞানীরা প্রতিবার একই কথা বলেন কিন্তু আওয়ামী লীগ সরকার বাজেট সফলভাবে বাস্তবায়ন করে। এই বাজেট আমরা বাস্তবায়ন করে যেতে পারবো।
উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বড় শো–ডাউন করেছে জেলা আওয়ামী লীগ।
আল/দীপ্ত সংবাদ