গোপালগঞ্জে এনসিপি‘র গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।
এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন– ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ‘, এনসিপি নেতাদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই‘, লীগ ধর, জেলে বর‘, দিয়েছিতো রক্ত আরো দেবো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
এদিকে ব্লকেড় কর্মসূচির কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজটের কবলে পড়ে অনেককে অসুস্থ হয়ে পড়েছেন। শুধুমাত্র জরুরী সেবার এম্বুলেন্স ছাড়া আর কোন গাড়ি ছাড় পাচ্ছে না।
এনসিপির সংগঠক আব্দুল আজিজ বলেন, গোপালগঞ্জে আমাদের নেতারা জুলাই রোড মার্চ গিয়েছিল সেখানে যাওয়ার সময় ও ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে এবং আসার পথেও গাড়ি বহরে হামলা করে। সেখানে দুই দফা হামলা হামলায় আমাদের বিপুল পরিমাণ নেতা–কর্মী আহত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবরুদ্ধ রয়েছে। এ অবস্থায় নেতৃবৃন্দ ফিরে আসা পর্যন্ত আমরা এই ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবো। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আন্দোলনকারীদের কে আমরা মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বলেছি। তারা বলেছে– অল্প সময়ের মাঝেই তারা সরে যাবে।
আল/মামুন