‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ অধ্যাদেশ সংশোধন এবং সোমবার (১৩ অক্টোবর) ঢাকা কলেজ শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা কলেজ, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনে সংহতি জানিয়ে অন্য কলেজ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও ব্লকেড কর্মসূচিতে অংশ নিয়েছে।
‘ব্লকেড কর্মসূচি‘ কারণে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একালায় যান চলাচল বন্ধ রয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে মিরপুর রোড়সহ আশপাশের এলাকায়।
প্রায়ই এমন সড়ক অবরোধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যানযটে আটকা যাত্রীরা।
‘মৌমিতা‘ বাসের যাত্রী শারমিন নাহার বলেন, প্রায়ই এমন অবরোধ হয়। আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া কিছুই না। ৩০ মিনিট ধরে বসে আছি। একে তো গরম, তার ওপর জ্যামে বসে থাকা। জানি না কতক্ষণ বসে থাকতে হবে।
‘ডি–লিংক‘ বাসের চালক সুমন বলেন, হঠাৎ ছাত্ররা রাস্তা বন্ধ করে দিছে। যাওয়ার উপায় নাই, তাই বসে আছি।
নিউমার্কেট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বলেন, ‘সোমবার কলেজের সিনিয়র–জুনিয়রদের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়েছে। সেই ঘটনার বিচারের দাবিতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। শিক্ষার্থীদের তিনি সরিয়ে নেবেন।’
উল্লেখ্য, চলতি বছর ২৬ মার্চ রাজধানী ৭ সরকারি কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এসএ