বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ১২ প্লাটুন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্বৃত্তরা যেভাবে নাশকতা চালাচ্ছে, তাতে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত ৫৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। গ্রেফতারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অপরিচিত কাউকে আশ্রয় না দিতে এবং সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের বিষয়ে পুলিশকে অবহিত করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা চায় পুলিশ।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ও গুজব ছড়ানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More